মাদকবিরোধী আন্দোলনের পবিত্র কাঠামোকে ঢাল হিসেবে ব্যবহার করে সমাজে ফের এক ভয়ংকর চিত্র ফুটে উঠছে। কুমিল্লা মহানগরীর একাধিক ওয়ার্ডে দেখা যাচ্ছে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীরা নিজেদের পরিচয় গোপন রেখে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, এবং এই ‘আন্দোলনের আবরণে’ অন্য মাদকসেবীদের টার্গেট করে কৌশলে মারধর, ছিনতাই ও মানসিক নিপীড়নের মতো অপরাধ ঘটাচ্ছে। এটিকে সচেতন সমাজ বলছে এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সূচনাপর্ব।
তদন্তে জানা গেছে, অনেক ক্ষেত্রে এই ব্যক্তিরাই রাস্তার অলিগলি থেকে মিটার তার, ডিস ও টেলিফোন লাইন চুরি করছে। তারা রাতের অন্ধকারে দোকান থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত বাসস্থান পর্যন্ত চুরির নেটওয়ার্ক ছড়িয়েছে শুধু মাদকের অর্থ যোগাড়ে। অভিযোগ রয়েছে, কেউ মাদকসেবী বলে সন্দেহ হলেই এই তথাকথিত ‘আন্দোলনকারী’ চক্র তাকে শাস্তি দেওয়ার নামে গোপনে হামলা চালায় তাদেরকে মারধর করে, অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অথচ মূল অভিযুক্ত নিজেরই অপরাধী অতীত থেকে চোখ ঘোরাচ্ছে।
গতকালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ১৩ নম্বর ওয়ার্ড, থিরা পুকুর পাড়ে কাজী মোহাম্মদ জসিম উদ্দিন মুন্নার মিটার লাইনের তার কেটে নেওয়া হয় রাত ৪টার দিকে। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, আজ রাত অনুমান চারটার দিকে আমাদের মিটারের গোড়া থেকে বেশ কিছু তার চোর কেটে নিয়েছে… সমাজকে চোরের হাত থেকে রক্ষা করুন। এই পোস্টে অসংখ্য সাধারণ মানুষ মন্তব্য করেন এটা তাদেরও নিত্যদিনের আতঙ্ক।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদক নির্মূল কমিটি গঠনের পাশাপাশি নজরদারি পদ্ধতিতে গলদ থেকেই এই ছায়া-অপরাধীদের উত্থান।
অপরাধীদের কাছে আন্দোলনের পরিচয় যেন লাইসেন্স না হয়ে যায়।
এমন অভিমত রেখেছেন কুমিল্লার একাধিক নাগরিক।
তাঁরা বলেন, কোনো ব্যক্তি যেন নিজেই অপরাধী হয়ে অপরের উপর অন্যায় না চাপাতে পারে তার জন্য প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাই ও জবাবদিহিতা দরকার।
মাদকসহ সমাজে অপরাধ নির্মূলে, সুশীল সমাজ, পুলিশ প্রশাসন, ডিএনসি, ওসি, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ সমাজকর্মীদের নিয়ে
“মাদক নির্মূল ও অধিকার রক্ষা কমিটি”
গঠন সময়ের দাবি। এই কমিটি যেন কেবল স্লোগানে না থেকে মাঠে সক্রিয় হয়, এবং প্রতিটি অভিযোগ দ্রুত যাচাই করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে।