কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে মহানগর, সেনানিবাস ও সদর দক্ষিণে। দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের সুখে-দুঃখে পাশে থাকা নেতা হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন তালিকা থেকে বাদ দেওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েছে লাখো ভোটার। মনোনয়ন পেয়েছেন সদর দক্ষিণের মনিরুল হক চৌধুরী, যিনি অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মনিরুল হক চৌধুরী ও মনিরুল হক সাক্কুর সম্মিলিত জনপ্রিয়তা ইয়াছিনের অর্ধেকও নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইয়াছিনকে বাদ দিলে বিএনপির সদর আসন হাতছাড়া হওয়ার আশঙ্কা শতভাগ।
ইতোমধ্যে ইয়াছিনের পক্ষে কান্দিরপাড়, ধর্মসাগরপাড়, পূবালী চত্বর, আলেখারচরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিল, সড়ক অবরোধসহ একের পর এক আন্দোলন চলছে। স্লোগানে উঠে আসছে “টাকা লাগলে টাকা নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে”
“রক্ত লাগলে রক্ত নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে”
এই ক্ষোভের সুযোগে জামায়াতপন্থী প্রার্থী সংগঠন গোছাতে শুরু করেছেন। ইয়াছিন অনুসারীরা যদি বিদ্রোহী প্রার্থী দেন বা ভোট বর্জন করেন, তাহলে জামায়াতের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৭ নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী রুবি আক্তার বলেন, “মনিরারে কোপামু, প্রয়োজনে কাউরে ভোট দিতে দিতাম না। ইয়াছিন ভাই ছাড়া কাউকে সদরে মানিনা।”
যুবদল নেতা মোঃ হেলাল খান বলেন, “১৭ বছর ধরে ইয়াছিন ভাই আমাদের পাশে ছিলেন। আমরা চাই তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসুন।”
জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি নাজমুল হাসান বলেন, “মনিরুল হক চৌধুরী সিনিয়র হলেও ইয়াছিন ভাই কুমিল্লার বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। হামলা-মামলায় তিনিই ছিলেন সবার পাশে।”
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “১৭ বছর ধরে আমাদের মামলা, হামলা এমনকি পরিবারের খোঁজ রেখেছেন ইয়াছিন ভাই। এখন উড়ে এসে জুড়ে বসতে চান অন্য আসনের প্রার্থী তা আমরা মেনে নেবো না।”
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে কুমিল্লা-৬ আসনে দলীয় ঐক্য ভেঙে পড়বে এবং জামায়াতের হাতে আসনটি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখন দেখার বিষয়, জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা।

রেশমা আক্তার জ্যোতি :