
দাউদকান্দিতে রাজাকার পরিবার নৌকা প্রত্যাশি হওয়ায় জনমনে অসন্তোষ আসন্ন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তালিকাভুক্ত রাজাকার (মৃত) আব্দুস ছামাদ সরকারের নাতি ব্যারিস্টার নাইম হাসান আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশি হওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দাউদকান্দি উপজেলা কমান্ড কাউন্সিল কর্তৃক যৌথ স্বাক্ষরিত দাউদকান্দির রাজাকারের তালিকায় সামাদ সরকারের নাম রয়েছে এবং কুমিল্লা জেলা প্রশাসক বরাবরে প্রেরিত স্মারক নং ০৫.৫৪৩.০৩৬.০০.০০১.২০১৬-৩৮৩সূত্রে প্রাপ্ত তথ্যমতে মহান মুক্তিযুদ্ধের সময় দাউদকান্দিতে পাকিস্তানী দখলদার সেনাবাহিনী ও তাদের সহযোগী বাহিনী কর্তৃক গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট রাজাকারের তালিকায় প্রকাশিত ৪০জনের নামের তালিকার মধ্যে ৬নাম্বারে তালিকাভুক্ত রাজাকার হিসেবে আব্দুস ছামাদ সরকার (মৃত), পিতা: মৃত ধন গাজী, গ্রাম : পূর্ব হাসানপুর, দাউদকান্দি কুমিল্লার নাম রয়েছে। এছাড়াও আরও একটি সূত্রে জানা যায়, গত বছর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকায়ও ব্যারিস্টার নাইম হাসানের দাদা মৃত সামাদ সরকারের নাম ছিল। সূত্র আরও জানায়, রাজাকার সামাদ সরকারের বড় ছেলে মরহুম হাসান জামিল ছাত্তারের ছেলে ব্যারিস্টার নাইম হাসান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশি হওয়াকে কেন্দ্র করে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্ব-পক্ষের মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা জানান, বর্তমানে স্বাধিনতার স্ব-পক্ষের শক্তি হিসেবে নতুন প্রজন্মের মাঝে যে মুক্তিযুদ্ধের নতুন চেতনা তৈরী হয়েছে তাতে বিতর্কিত অথবা স্বাধিনতার বিপক্ষের কোনো শক্তি বা পরিবারের লোকদের নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা হলে তাদের মাঝে বিরূপ প্রক্রিয়া দেখা দেবে এবং তারা তা মেনে নেবে না বলে জানান তারা। এবিষয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মো. সোহেল রানাসহ একাধিক নেতা-কর্মীরা বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্বিত। বহুত্যাগ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধিন হয়েছে। তবে, দাউদকান্দি উপজেলায় স্বাধিনতা বিরোধী রাজাকার পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে আর আওয়ামী লীগ এমন ব্যক্তিকে নৌকা প্রতীক দেবেন এমনটা তারা আশা করেন না এবং এ প্রজন্ম তা মেনে নেবে না।