এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুরে “মাধ্যমিক শিক্ষা পরিবার, হোমনা”র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর। তিনি শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি উৎসব ভাতার হার সমন্বয় করা সময়ের দাবি।
তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মিছিলে শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

তানভীর ইসলাম আলিফ: