প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

পারভেজ সরকার, দেবিদ্বার প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া এবং দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রকিবুল হাসান রাকিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শত শত মোটরসাইকেলে নেতাকর্মীরা এতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে কুমিল্লা উত্তর জেলা যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ’ ও ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার ৪৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতাকর্মীরা সব সময় রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রিন্ট করুন