প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস ষ্ট্রেশন সংলগ্ন ওই সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভপতি আবদুর রহমানের সঞ্চালনায় ও কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি প্রার্থী তৌহিদুর রহমান বাবুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, দেবিদ্বার উপজেলা যুবদল নেতা সালাউদ্দিন রুহুল, জাকির হোসেন, জামাল হোসেন, আবুল কালাম আজাদ, মনির মাষ্টার, শাহিন কবির, জাকির বাদল প্রমূখ।

প্রিন্ট করুন