কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের বাবা মোঃ হারুন (৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মোঃ হারুর। হারুনের দুই মেয়ে ও এক ছেলে এবং বর্তমানে তার স্ত্রী আট মাসের অন্তসত্ত্বা। গত ১২ অক্টোবর ১২ বয়সী ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় হারুন এবং আবারো গত সোমবার (২৭ অক্টোবর) সকালে মেয়েকে ২০ টাকা দিয়ে তার কাপড় ধুতে গোছল খানায় পাঠিয়ে সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তার মেয়ে দৌড়ে পালিয়ে গিয়ে বিষয়টি নানীকে জানায়। রাতে নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোঃ হারুনকে গ্রেফতার করে, দেবিদ্বার থানার মামলা নাম্বার ২০। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে ধর্ষণ চেষ্টার কথা স্বিকার করেছে অভিযুক্ত মোঃ হারুন। মঙ্গলবার দুপুরে মোঃ হারুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভিক্টিমের নানীর অভিযোগের পর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোঃ হারুনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীকে কুমিল্লার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবিদ্বার প্রতিনিধি