২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন, বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে। হাসিনা সরকারের পতনের পর তার দেশে ফেরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি সম্প্রতি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যা তার রাজনৈতিক অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।
এই সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, যেখানে জনগণের সম্পৃক্ত একটি নির্বাচন হবে, সেখানে তিনি নিজেকে দূরে রাখতে পারবেন না। তাকে আসতেই হবে, এবং স্বাভাবিকভাবেই তিনি মাঠে থাকবেন। প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না-এ প্রশ্নে তিনি বলেন, “দেখুন, আমি মনে করি, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত নয়। এ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।” সাংবাদিকেরা যখন বলেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত তো তাকে নিতে হবে, তখন তিনি জবাব দেন, “সেটা তো অবশ্যই নেব। কেন নেব না?” এরপর বিবিসি বাংলার প্রশ্নে তিনি বলেন, “জি, ইনশাআল্লাহ।”
বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয়, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখা যাবে কি না-এ প্রশ্নে তিনি বলেন, “এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের।” তিনি আরও বলেন, “সে ক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। দল কীভাবে করবে, এটি তো দলের সিদ্ধান্ত।”
এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। দীর্ঘদিন পর গণমাধ্যমে তারেক রহমানের সরাসরি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তার এই বক্তব্য বিএনপির ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব নিয়ে জনমনে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

অনলাইন ডেস্ক :