বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার রিমার নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হোমনা উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়। এতে হোমনা উপজেলা ছাত্রদলসহ প্রতিটি ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানান।
এসময় মাকসুদা আক্তার রিমা বলেন, বিএনপির ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতির মুক্তি ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার। ছাত্রদল সেই অঙ্গীকার বাস্তবায়নে মাঠে থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত।
হোমনা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা তৃণমূল পর্যায়ে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন, যা আগামী দিনের গণআন্দোলনের ভিত্তি তৈরি করবে।

তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: