আরিফুর রহমান দোলনের জীবন যেন এক বহুমাত্রিক ক্যানভাসের মতো, যেখানে প্রতিটি রং তার বিভিন্ন ভূমিকার প্রতিচ্ছবি। একজন সংবাদকর্মী হিসেবে তার পরিচিতি থাকলেও, তিনি শুধু সংবাদের পাতায় নয়, বাস্তব জীবনের নানা অঙ্গনে নিজের ছাপ রেখেছেন। ফরিদপুরের মাটিতে জন্ম নেওয়া এই মানুষটি নিজ এলাকার মানুষের অধিকার ও সম্মান রক্ষায় এক অবিচল সৈনিক। তার কর্মজীবনের পথ চলা সহজ ছিল না, কিন্তু তিনি কখনো পিছপা হননি।
তার পেশাগত জীবনের এক দশক কেটেছে ‘প্রথম আলো’ পত্রিকায়, যেখানে তিনি স্পেশাল করস্পন্ডেন্ট, ডেপুটি চিফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, এবং স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি জঙ্গী এবং গডফাদারদের মুখোশ উন্মোচন করেছেন এবং বড় বড় অসঙ্গতির অনুসন্ধান করেছেন। ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সূচনাকালে তিনি ডেপুটি এডিটর ছিলেন, পরবর্তীতে ‘আমাদের সময়’ পত্রিকার নির্বাহী সম্পাদক, ‘বাংলাভিশন’ টেলিভিশনে নিউজ এডিটর, এবং পরবর্তীতে ‘ঢাকা টাইমস’ ও ‘সাপ্তাহিক এই সময়’ পত্রিকার মালিক/সম্পাদক হিসেবে কাজ করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তার পদচারণা ছিল সমান তীব্র। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ৮৫ হাজার মানুষের ভোট পেয়েছেন। তার জনপ্রিয়তা এবং নিবেদন মানুষের মনে গভীর ছাপ রেখেছে।
আরিফুর রহমান দোলনের জীবন যেন এক অদম্য সাহসের প্রতীক। তার ৫১ বছরের প্রথম দিনে তার অঙ্গীকার হলো, যত বাঁধাই আসুক না কেন, অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকবেন তিনি। তার এই অঙ্গীকার এবং নিবেদন তাকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। তার জীবনের এই বহুমাত্রিক গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা এবং শিক্ষা নিয়ে আসে।