কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সিকে হত্যার ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪/৫ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে তিতাস থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রুজিনা আক্তার(২৮)।মামলার বাদী রুজিনা আক্তার বলেন, দুই বছর পূর্বে একই গ্রামের সাইদুলের সাথে তার স্বামীর মারামারি হয়ে ছিল, সেই ঘটনার জের ধরেই মোস্তফাকে হত্যা করেছে তারা। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। সে দুপুরে খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছে। আছর নামাজের পর খবর পাই আমার স্বামীকে মেরে ফেলেছে- এই কথা বলে কান্নায় ভেঙে পরেন তিনি ।স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, যাকে হত্যা করা হয়েছে সে আমার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তবে কি করতো তা আমি জানিনা।তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা করেছে। আমরা আসামী ধরতে একাধিক টিম মাঠে কাজ করছি। কি কারনে হত্যার ঘটনা ঘটেছে জানতে চাইলে ওসি বলেন বাদীর এজাহার সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে হত্যা কান্ড ঘটিয়েছে।উল্লেখ সোমবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হারুন মিয়ার চায়ের দোকানের সামনে বসে তাস খেলার সময় এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।