ঝিনাইদহের শৈলকুপা থানায় এক আসামিকে ছাড়াতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে, যাতে পুলিশের গুলি ও সাউন্ড গ্রেনেড চালানোর ফলে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া এমরান এই ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
মারামারি মামলায় গ্রেপ্তার হওয়া মুস্তাক সিকদারকে ছাড়াতে তাঁর এলাকার কয়েক হাজার লোক থানা ঘেরাও করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আহত ২৪ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য ও ২১ জন গ্রামবাসী রয়েছেন। প্রাথমিক টিকিৎসার পর তাদের ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর শৈলকুপা শহরে আতংক ছড়িয়ে পড়েছে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শহর জুড়ে পুলিশ টহল চলছে।