কুমিল্লায় অপহরণ মামলাট প্রতিবেদন করতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছেন এক সাংবাদিক। আহত সাংবাদিকের নাম মোহাম্মদ জানে আলম (৩৫)। তিনি দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের প্রধান।
ঘটনাস্থলের সাক্ষী বলেন, সোমবার (৪ মার্চ) রাত ১০ ঘটিকার সময় সদর দক্ষিণ মডেল থানা থেকে একটি অপহরণ মামলার তথ্য সংগ্রহ শেষে জানে আলম বাড়ি ফেরার পথে ছিলেন। তার চালানো মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি পাম্পের সামনে রাস্তায় পরে যায়। এ ঘটনায় তিনি মারাত্মক আহত হন।
আহত সাংবাদিককে দ্রুত ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাঁকে ভর্তি দেন। মঙ্গলবার (৫ মার্চ) তার সকল পরীক্ষানিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তার অবস্থা এখনো অস্থির।
জানে আলমের পরিবার সূত্র জানান, তিনি কুমিল্লায় সাংবাদিকতার ক্ষেত্রে একজন সক্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও কর্মকর্তা হিসেবে কার্যরত। তার দূর্ঘটনায় কুমিল্লার সাংবাদিক সম্প্রদায় শোকাহত।
মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) চেয়ারম্যান মীর্জা ফসিহউদ্দিন বলেন, আমি সাংবাদিক জানে আলমের দ্রুত সুস্থতা কামনা করছি।
গোমতী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ কাজী নুর আলম বলেন, আহত সাংবাদিকের চিকিৎসার সকল ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।