কুমিল্লার কালির বাজার ইউনিয়নের অলিপুর দক্ষিণ গ্রামে এক মৎস্য ব্যবসায়ীর উপর চাঁদাবাজির জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জেরে দাবীকৃত ৫ লাখ টাকা না পেয়ে, সন্ত্রাসীরা ব্যবসায়ীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে এবং মারাত্মক হাড় ভাঙ্গা জখম করেছে।
ভুক্তভোগী মোতালেব মিয়া জানান, গত শনিবার দুপুরে তার নিজস্ব মাছের প্রজেক্টে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে প্রজেক্টের কাছে ফেলে যায় এবং নগদ অর্থ এবং মোবাইল নিয়ে যায়।
আহত মোতালেব মিয়াকে প্রথমে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তার অবস্থা বেগতিক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রেফার করা হয়।
কোতয়ালি মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি কিন্তু অভিযোগ পেলে সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না।
এই ঘটনায় সমাজের সকল স্তরের মানুষের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।