কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আমির হোসেন (২৮) এবং সাইদুল হক প্রকাশ আরিফ (২১)। এই অভিযানে বিভিন্ন ধরনের দেশীয় তৈরী অস্ত্রও জব্দ করা হয়েছে।
আজ ১৮/০৪/২০২৪ তারিখে রাত ২.১০ ঘটিকায়, এসআই মাহামুদুল ইসলাম ও তার দল গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া সাকিনস্থ জেলখানা বাড়ী সংলগ্ন একটি ঝোপে অভিযান চালায়। সেখানে তারা ডাকাত দলের সদস্যদের ডাকাতির প্রস্তুতি নিতে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলেও দুই সদস্যকে ধরা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড রাবার কার্তুজ, দুইটি রামদা এবং দুইটি ছুরি। এছাড়াও একটি এস এস পাইপ জব্দ করা হয়েছে।
এই ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা নং-২৫/১৫৮, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইন 19(a)/19(a)(f) অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ বাকি ডাকাত দলের সদস্যদের খোঁজে তদন্ত অব্যাহত রাখছে।