কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গতকাল দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দক্ষিণ রামপুর এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ আল আমিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। আসামীর কাছ থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা কুমিল্লায় এ পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় মাদকের চালান।
মোঃ আল আমিন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীপুর গ্রামের মোঃ বাবুল মিয়া এর ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনা কুমিল্লা জেলায় মাদক বিরোধী অভিযানের সাফল্যের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সমাজের এই ধরনের ব্যাধি মোকাবিলায় র্যাবের এই ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়।