কুমিল্লার একটি আদালত হোটেল কর্মচারী বদিউল আলমের হত্যার দায়ে মোঃ জাফর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতল গ্রামের বাসিন্দা।
২০১৮ সালের এক রাতে বদিউল আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার মা হালিমা বেগম চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর মোঃ জাফরকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। অপর দুই আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ এনামুল হক বাবলু অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা করছেন উচ্চ আদালত এ রায় বহাল রাখবে।