কুমিল্লার বরুড়া উপজেলার শালুকিয়া এলাকায় মো. শরীফ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ তার নিজ বসতঘরের মেঝেতে পাওয়া গেছে। বুধবার (২৭ মার্চ) সকালে এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয় শালুকিয়া। নিহত শরীফ এলাকার বাবুল মিয়ার ছেলে।
বরুড়া থানা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকালে শরীফের ঘর থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বৈদ্যুতিক তার পড়ে থাকা অবস্থায় দেখা যায়, যা থেকে ধারণা করা হচ্ছে যে হত্যাকারীরা তাকে অন্যত্র হত্যা করে তার গলায় তার পেঁচিয়ে মরদেহ ঘরে ফেলে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে।
এই ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং আতঙ্কিত। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন। পুলিশ এই মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।