কুমিল্লার বুড়িচং উপজেলায় ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকের সার্বিক তত্ত্বাবধানে এই সপ্তাহ পালিত হচ্ছে, যা ৮ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে।
গতকাল ৯ জুন, বাকশীমূল ও রাজাপুর ইউনিয়নের ভূমি অফিসগুলোতে ভূমি সেবা প্রদানের এক বিশেষ আয়োজন করা হয়। এই উপলক্ষে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আগত সেবাপ্রার্থীগণকে সেবা প্রদান করা হয়। বাকশীমূল ইউনিয়নে উপস্থিত ছিলেন মো. হারুনুর রশীদ, ফরিদা আকৃতার, তোফায়েল আহমেদ ও আবুল খায়ের। রাজাপুর ইউনিয়নে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ ও তাহমিনা আক্তার।
এছাড়া, বুড়িচং সদর ইউনিয়নে মোর্শেদ আলম ও মো. লিয়াকত আলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলার ভূমি সেবা নিতে আসা সুবিধাভোগীদের জন্য হেল্পিং বুথ চালু করা হয়েছে। সেবা প্রার্থীরা ১৬১২২ নাম্বারে যোগাযোগ করে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
ভারেল্লা ইউনিয়নে ভূমি সেবা অধিকতর সহজ ও জনবান্ধবমুখী করার লক্ষ্যে বুথ স্থাপন করা হয়েছে। এসময় রতন চন্দ্র কর্মকার, অপু দাস, কবির উদ্দিন ও মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।