কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ফেরদৌসি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে তার স্বামী মোঃ দুলাল মিয়ার মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর পেছনে থাকা একটি ট্রাক তাকে পিষ্ট করে দেয়।
স্থানীয় সূত্র মতে, দুলাল মিয়া ও তার স্ত্রী ফেরদৌসি বেগম চাঁনপুরের বাসিন্দা। তারা সকালে জাফরাবাদে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন এবং বিকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুলাল মিয়ার মতে, তিনি যখন সামনের গাড়ি দেখে ব্রেক কষেন, তখন তার স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান এবং পেছনে থাকা ট্রাক তার মাথা পিষ্ট করে পালিয়ে যায়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকের সন্ধানে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে যে, মোটরসাইকেলেট চালক ও পেছনের যাত্রীর জন্য হেলমেটের গুরুত্ব কতটা বেশি। নিরাপত্তার এই অভাব অনেক সময় মারাত্মক পরিণতি ডেকে আনে। সচেতনতা এবং নিরাপদ ড্রাইভিং অভ্যাস গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।