কুমিল্লা আদর্শ সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের ছাওয়ালপুরে মাদক বিক্রির অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, টুনি (৩০) ও তার স্বামী আনার নামে পরিচিত এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত। তাদের বাড়ি মাদকের হাট হিসেবে পরিচিত, যেখানে অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার হলেও তারা প্রকাশ্যেই এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, আনার মূলত গরুছাগল নিয়ে ব্যস্ত থাকেন এবং মাদকের টাকা তার স্ত্রী টুনি গুনে বুঝে দেন। টুনি ও আনার নিজেরাও স্বীকার করেছেন যে তারা মাদক বিক্রির সাথে জড়িত।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল জানান, মাদকের বিরুদ্ধে তারা অভিযান অব্যাহত রাখছেন। এছাড়াও, গোমতী বাঁধের উভয় পাশে এবং গোমতীর আইল সংলগ্ন এলাকায় মাদকের হাটের অস্তিত্ব রয়েছে।
এলাকাবাসীর দাবি, নুর আলম ওরফে নুরুল আমিনের মালিকানাধীন হোটেলে মাদক বিক্রি হয়। সম্প্রতি, চকবাজার থেকে সিএনজি’র ভর্তি ১৭কেজি গাঁজাসহ নুর আলমের পুত্র আরিফকে র্যাব-১১ গ্রেফতার করেছে।
৫নং পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান হাছান রাফি মজুমদার রাজু মাদকের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন।