গত মার্চ মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের অপরাধ প্রতিরোধ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো: ফিরোজ হোসেন পিপিএম মহোদয়কে নির্বাচিত করা হয়। এছাড়াও, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে শিবেন বিশ্বাস মহোদয়, শ্রেষ্ঠ ফাঁড়ি ইনচার্জ হিসেবে মীর রেজাউল ইসলাম মহোদয়, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এএসআই (নিঃ) মোহাম্মদ ফয়েজ আহাম্মদ মহোদয় এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিঃ) অসীম কুমার মহোদয়কে নির্বাচিত করা হয়।
এই সভায় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে কোতয়ালী মডেল থানার অফিসারবৃন্দ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হন। এই সম্মাননা পুরস্কার তারা মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা জেলা মহোদয়ের নিকট হতে গ্রহণ করেন।
এই সম্মাননা পুরস্কার প্রাপ্তি জেলার পুলিশ বাহিনীর মধ্যে নতুন উদ্দীপনা এবং অপরাধ প্রতিরোধে আরও বেশি উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে। এই অর্জন জেলার পুলিশ বাহিনীর কর্মদক্ষতা এবং নিষ্ঠার প্রতিফলন বলে জানানো হয়েছে।