কুমিল্লা বুড়িচং প্রেসক্লাব (গভ: রেজি: নং ৪০৮) এর উদ্যোগে গত শনিবার (৬ই এপ্রিল) এক আন্তরিক মিলনমেলা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা সদরের বুড়িচং বাজারের পানসি হোটেল এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা একত্রিত হন।
ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এবং একুশে বাংলা পত্রিকার সম্পাদক, সাখাওয়াত হাফিজে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হয়, যা পরিচালনা করেন সাংবাদিক তরিকুল ইসলাম তরুন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির রনি। বিশেষ অতিথিরা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নেওয়াজ আলী সরদার।
সভা শেষে সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন। এই মাহফিল সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরো দৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।