দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে ৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রোববার সকালে কুমিল্লা -৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
নৌকা প্রতীক নিয়ে এই আসনের লড়বেন বর্তমান সাংসদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান। দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হেসেন ভোট যুদ্ধে নামছেন ফুলকপি প্রতীক নিয়ে। ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। কাঁচি প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। কেটলি প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগী ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের। ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি। উদীয়মান সূর্য প্রতীক বরাদ্দ পেয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী আলীমূল এহসান, একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির নির্বাহী মহাসচিব বাকী বিল্লাহ আল আযহারী এবং লাঙ্গল প্রতীকে নিয়ে আছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রতীক বরাদ্দের পরপরই পোষ্টার লাগানো সহ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এ আসনের প্রার্থীরা। প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছেন রোববার বিকেল থেকেই।