গাংচরের প্রিয় মুখ ও বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী মোঃ শাহজান মিয়া আর নেই। গত রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় তিনি পাথুরিয়াপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সমগ্র নগরী শোকের ছায়ায় ঢেকে গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমানিক ৬৫ বছর। তিনি তাঁর স্ত্রী, দুই কন্যা, এক পুত্র (রানা) এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোঃ শাহজান মিয়া ছিলেন নগরীর সুজানগর নলুয়াপাড়ার মৃত ফিরোজ মিয়ার পুত্র। তিনি টিক্কারচর, সুজানগর, পাথুরিয়াপাড়া, চকবাজার এবং গাংচরে তাঁর দীর্ঘ এবং বর্ণাঢ্য জীবনে মানুষের ভালবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে কুমিল্লার কলমএম কে নূর আলম কবি ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
আজ সোমবার (২২ এপ্রিল) জোহর বাদ পাথুরিয়াপাড়া জামে মসজিদের সামনে প্রথম জানাজা এবং টিক্কারচর কবরস্থান প্রাঙ্গনে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে।