দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো: জাফর ইকবালের সার্বিক দিকনির্দেশনায় বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। এর আগে পড়ালেখার মানোন্নয়ন সহ বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য কাজী মো: শহীদুল্লাহ, দাতা সদস্য আবুল কাশেম মজুমদার, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম মজুমদার বাবলু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম এর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শামীমা হক, নাসিমা আক্তার, ইব্রাহিম খলিল, মনিরুল ইসলাম, আফরোজা আক্তার, মাহফুজা আক্তার, তাসলিমা আক্তার, জাফর আহমেদ, নজরুল ইসলাম, কম্পিউটার-ল্যাব অপারেটর ইসমাইল হোসেন মজুমদার শাকিল, অফিস সহকারী মাহমুদুল হাসান রবিন প্রমুখ।