জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ এর কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দোহা- আতিক- শাহীন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম সামসুদ্দোহা পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, সহ-সভাপতি (জুনিয়র) চট্টগ্রাম মোঃ নুর আলম, সহ-সভাপতি (জুনিয়র) রাজশাহী জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল (শাহীন), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ নুর মোহাম্মদ মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম, সাস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নাসির হোসেন, সদস্য মোঃ মাজেদুল ইসলাম, সদস্য মির্জা রউফ, সদস্য মোঃ হাফিজ আল হোসেন, সদস্য মোঃ আব্দুল লতিফ, সদস্য মোঃ বাদল মিয়া, সদস্য মোঃ শামীম, সদস্য মোসাব্বিবাল আসবাব ও সদস্য মোঃ সালাউদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আইন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার (কম্পিউটার সেল) মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ একরামুল কবীর ।