1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই ঘটনায় বৈদ্যুতিক শকে ২ জন নিহত - দৈনিক কুমিল্লার ডাক
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ সোনামুড়া সীমান্তে বিএসএফের সফল অভিযান : ২.১৮০ কেজি স্বর্ণ উদ্ধার চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ : রাজধানীতে বাংলাদেশী নাগরিক আটক কুমিল্লা বিভাগ না দেওয়ায় শেখ হাসিনার সমালোচনা করলেন জামায়াত আমির চোর সন্দেহে বাংলাদেশী যুবককে গণধোলাই, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা দেবিদ্বারে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিতে এগিয়ে আব্দুল আউয়াল খাঁন।

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই ঘটনায় বৈদ্যুতিক শকে ২ জন নিহত

মোঃ বিল্লাল হোসেনঃ
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩১২১ Time View

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই ঘটনায় বৈদ্যুতিক শকে ২ জন নিহত হয়েছেন।

ঘটনা দু’টি ঘটে সোমবার (১০ জুন) বিকেল ৩টায় দেবীদ্বার পৌর এলাকার হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ৬ তলা ভবনে। অপর ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) বিকেল ৬টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি পুকুরে।
স্থানীয়রা জানান, কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার চান্দিনা রোডের হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ভবনের ৪ তলায় রসিতে বেঁধে রড উঠাতে যেয়ে বৈদ্যুতিক মেইন লাইনের সাথে রডের স্পর্শে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) নিহত হন। এসময় অপর দুই শ্রমিক সাকিল(৩০) ও সাগর(৩৪) আহত হয়েছেন।
নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) মুরাদনগর উপজেলার টনকী সোনারামপুর গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের পুত্র। মনিরুল দেবীদ্বার চান্দিনা রোডে ইমরান হোসেনের বাসায় ভাড়াটে হিসেবে গত দু’বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। অপর আহতরা হলেন, বরিশাল জেলার মো. সাকিল (৩০) ও দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের সাগর (৩৪)।
অপর ঘটনায় নিহত নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।
জানা যায়, দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’র পাশের একটি পুকুরের পানি, সেচ মেসিনে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’ একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে এসে পাশ্ববর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাৎক্ষনিক তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে মারা যান।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করা হবে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।অপর ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com