আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০( নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ এমপি বৃহস্পতিবার দুপুরে লালমাই উপজেলা নির্বাহি অফিসার মোমিতা দাসের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব সামছুউদ্দিন (কালু)এআইপি।
নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ আহবায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়া, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক, লালমাই উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া সহ নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।