1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরছে আসামীরা মামলার ১২ দিনেও গ্রেফতার নেই কেউ - দৈনিক কুমিল্লার ডাক
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
বাহারের পকেটে আর ঢুকছে না বাহার মার্কেটের টাকা কাকৈরতলায় ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন চৌদ্দগ্রামে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর নিরাপত্তা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ৮ হত্যা মামলার আসামী, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা ঠিকাদার তোফায়েল আটক কুমিল্লায় র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযান : ২৮.৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র অশ্বদিয়া গ্রাম কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিমসার বাজারে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন চৌদ্দগ্রামে গোমতি ডিজিটাল সাইন এর উদ্বোধন উপলক্ষে ‘হালাল রুজি শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় আইনজীবীর সাক্ষর জাল করে মামলা দায়ের, প্রতারক আটক চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরছে আসামীরা মামলার ১২ দিনেও গ্রেফতার নেই কেউ

মাদারীপুর প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৫১৭ Time View

কালকিনি থানায় মামলার ১২ দিনেও গ্রেফতার হয়নি আসামীরা। মাদারীপুরের কালকিনি সাহেবরামপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গত ৬ মে অসহায় এক পরিবারে নারীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং হামলাকারীদের মধ্যে সৈকত মোল্লা নামের একজন আটক করেন। এর পর ভুক্তভোগী পরিবারের সদস্য নজরুল ইসলাম বাদী হয়ে মৃত খলিল সরদারের ছেলে দুলাল সরদার (৩৮) কে ১ নং ও হাবিব খান (পিতা অজ্ঞাত) কে ২ নং এবং হাবিব খা’র ছেলে রাসেল খা (২৪) কে ৩ নংসহ মোট ৯-১০ জনকে আসামী করে ৬ মে ২০২২ইং কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৬/৭২, তারিখ ৬ মে ২০২২ইং। মামলার ১২ দিন অতিবাহিত হলেও এখনো কেহ গ্রেফতার হয়নি। মামলার ১ ও ২ নং আসামী পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরছে অথচ পুলিশ দেখেও দেখেনা বলে অভিযোগ করেন বাদীপক্ষ। অন্যদিকে তাদেরকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে তারা এলাকা ছাড়া করারও হুমকি দেন। বর্তমানে বাদির পরিবার নিরাপত্তাহিনতায় ভুগছে প্রকাশ করেন মামলার বাদী নজরুল ইসলাম। তিনি বলেন, একটি প্রভাবশালী চক্রের ইন্ধনে দুলাল সরদার গং তাদের উপর হামলা চালিয়েছে। তবে নজরুল ইসলাম ঐ প্রভাবশালী চক্রের সদস্যদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন।
দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধটি ২০১৬ সালে সমাধান হলেও প্রভাশালী একটি চক্রের ইন্ধনে দুলাল সরদার গং ও তার লোকজন মানছেন না। এর আগে ২০১৬ সালের ৫ই আগষ্ট সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিম ও ইউপি সদস্য রুহুল আমিন বেপারীসহ মোট ৭ জন মিলে শালিসির মাধ্যমে ৩০০টাকার স্ট্যামে লিখিত রেখে মিমাংসা করে দিলেও ২য় পক্ষ (দুলাল সরদার) তা তোয়াক্কা করছেনা। যার পরিপেক্ষীতে কয়েকদিন পর পর বিরোধটি চরম আকারে ধারন করে।
এ বিষয়ে মামলার তদন্ত অভিসার এসআই লোকমানের কাছে মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামী একজন গ্রেফতার করেছি বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আসামীদের সাথে আপনার সখ্যতার অভিযোগ রয়েছে এ বিষয় আপনার বক্তব্য কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আইনের লোক, আইনের উর্দ্ধে কেহ নয়। কাজেই আসামীদের সাথে সখ্যতার কোন প্রশ্নই আসে না।
মামলার বাদী নজরুলের কাছে জানতে চাইলে তিনি দ্রুত আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুষ্ঠ বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com