দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে কুমিল্লার খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে নতুন এমপিরা কুমিল্লায় কয়েকটি উপজেলায় সিএনজি ষ্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধ করেছেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার সব জায়গাতে ষ্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধের ঘোষণা দিয়েছেন নবাগত এমপি আবুল কালাম আজাদ।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহের জিবি নামক চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেওয়ার পর কিছু সংখ্যক স্থানে চাঁদাবাজি বন্ধ হলেও বেপরোয়া বাগড়া সিএনজি ষ্ট্যান্ডের চাঁদাবাজী।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত (ভুয়া) টোকেন দেখিয়ে প্রতিদিন সিএনজি প্রতি ৫০ টাকা করে তিনবারে ১৫০ টাকা আদায় করা হচ্ছে। নিষিদ্ধ থ্রী-হুইলার অটোরিকসা, ইজিবাইক থেকে ২০ টাকা, পিক-আপ ভ্যান থেকে ৫০ টাকা, ট্রাক থেকে ৮০/১০০ টাকা বৈধ নিলাম পক্রিয়ার দোহাই দিয়ে জোরপূর্বক আদায় করছেন জিনি নামক চাঁদা।
সিএনজি চালক আবুল কালাম, দুলাল, বিল্লাল, সিরাজ ও ইজিবাইক চালক কাশেম, মাহাবুল, আক্কাস বলেন যে, ভাজান এই জিবি’র টাকা গুলি না থাকলে কতোইনা ভালো হতো কোন কোন সময় ২/৩ বার করেও জিবি’র টাকা দিতে হয় আমাগো।
এমপির ঘোষণা মোতাবেক যদি এই জিবিটা উঠিয়ে দিতো তাইলে আমরা অনেক ছাড় পাইতাম, আমাগোর লাইগা খুব ভালা হইতো আপনারা কিছু করেন ভাজান এইসব চান্দাবাজদের জন্যে। আমাগো এমপির লাইগা অনেক দোয়া করতাম। এবিষয় ইজারাদার নামক চাঁদাবাজ সিন্ডিকেটের একাধিক সদস্য এই প্রতিবেদককে বলেন, এমপি সাহেব যখন নিষিদ্ধ করেছেন সে আমাদের টাকা গুলো দিয়ে দিক তাহলে আমরা ষ্ট্যান্ড এর জিবি বন্ধ করে দিব।
উল্লেখ যে জিবি’র নামে চাঁদাবাজী যদি বৈধ হয় তাহলে দেবিদ্বার উপজেলার এমপি কি সরকার বিরোধী কাজ করেছেন? সারা দেশের পুলিশ, র্যাবসহ প্রশাসনের লোকেরা চাঁদাবাজদের ধরে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করছেন এটা কি তাহলে বেআইনী? ইউএনওর রসিদের ডাক থাকলে ইউএনও কেন মাঝে মাঝে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করেন? ইউএনও ডাক থাকলে কেন উপজেলা পরিষদের নামে রসিদ বানিয়ে এইসব চাদাবাজী করা হয়? কেন উপজেলা নির্বাহী অফিসারের ডাক উল্লেখ করা হয় না? রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইসব চাঁদাবাজী করা হয় ষ্ট্যান্ডে ষ্ট্যান্ডে সচেতন রাজনীতিবিদেরা এইসব বন্ধের বিষয়ে আরও জোরালো ভূমিকা রাখবেন এটাই সাধারণ মানুষের দাবি।