কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি, উষসী’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং বিএফইউজে’র কাউন্সিলর বিশিষ্ট সাংবাদিক রমিজ খান বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তাঁর স্ত্রী সাবিহা শিরিন তাঁর সুস্থতা কামনা করে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া চেয়েছেন।
প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন যাবত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর পরিবার এবং সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা এবং সুস্থ জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন। সাংবাদিক মহল এবং সাধারন মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর জন্য শুভ কামনা করছেন।
রমিজ খানের অবদান সাংবাদিকতা জগতে অপরিসীম। তাঁর সাহসিকতা এবং নিষ্ঠা অনেক তরুণ সাংবাদিককে অনুপ্রাণিত করেছে। তাঁর সুস্থতা কামনা করে সকলে মিলে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হবে।
আমরা রমিজ খানের সুস্থতা এবং সুস্থ জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করি।