বুড়িচং উপজেলায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের পরবর্তী সহিংসতায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনার জের ধরে বুড়িচং থানা পুলিশ দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আহত সোহেল রানা, ময়নামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার, তিনি জানান যে তিনি তারেক হায়দারের টেলিফোন প্রতীকের সমর্থক ছিলেন। আখলাক হায়দার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং তার জয় নিশ্চিত হয় সমর্থকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।
সোহেল রানা আরও জানান, তার জিয়াপুর বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে খুঁজতে এসেছিল। তাকে না পেয়ে তার ছোট ভাইকে মারধর করে এবং দোকানের ক্যাশবাক্স থেকে ১,৬২,০০০ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে, সন্ত্রাসীরা তাকে পথরোধ করে এবং তার উপর মারাত্মক হামলা চালায়, যার ফলে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। তার পকেট থেকে আরও ৭০,০০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং হকিস্টিক ও লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা ফুলা জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর দেবপুর ফাড়ি পুলিশ মাহফুজ ও মিজান নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকার জানান, তারা অপরাধীদের ধরতে অভিযানে নেমেছেন এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খানের আনারস প্রতীকের জোয়ার দেখে হায়দার পরিবার মিলিত হয়ে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
উল্লেখ্য : গত ২৯ মে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের ৩য় ধাপে কুমিল্লায় ৪ উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বুড়িচং উপজেলা নির্বাচনে আলোচিত হায়দার পরিবারের দুই ভাই আখলাক হায়দার ঘোড়া প্রতীক ও তার ছোট ভাই তারেক হায়দার টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।