কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপারা ইউনিয়নে এডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করে হাজারো হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। “জয় হোক মানবতার” এই স্লোগানকে সামনে রেখে, গত রবিবার সকাল ৮ঃ০০ ঘটিকায় মনোহরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে প্রায় দেড় হাজার নারী পুরুষের মাঝে এই বস্ত্র উপহার বিতরণ করা হয়।
এই মহৎ উদ্যোগের কর্ণধার হলেন মনোহরপুর গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এবং কুমিল্লা আইনজীবী সমিতির বার কাউন্সিলের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া। উপস্থিত ছিলেন মনোহরপুর গ্রামের মাস্টার ফরিদ উদ্দিন ভূঁইয়া, মাস্টার শাহ আলম ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, অলুয়া গ্রামের ব্যবসায়ী হাজী শাহআলম, রামনগরের মেম্বার আবু কালাম হাজারী, চাঁদপাড়ার মেম্বার রাব্বানী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানে আনন্দ টিভির সাংবাদিক মাহফুজ আহমেদ, রূপসী বাংলার সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, দৈনিক কুমিল্লার ডাক এর প্রতিনিধি ফয়জ আহমেদ ভূঁইয়া সহ এলাকার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সমাজের হতদরিদ্র মানুষের জীবনে আনন্দের সঞ্চার করেছে এবং মানবতার সেবায় অনুপ্রেরণা যোগাচ্ছে।