1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
মহাসড়কে হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করলে ক্লোজ করা হবে : পুলিশ সুপার - দৈনিক কুমিল্লার ডাক
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপি সমর্থক হওয়ায় চক্ষু হাসপাতাল থেকে বরখাস্ত! ফ্যাসিস্ট বিদায় সাত মাসেও মেলেনি কাঙ্ক্ষিত চাকরি চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা’র ইফতার মাহফিল, শিক্ষক সংবর্ধনা ও কমিটি পুনর্গঠন চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চান্দিনায় এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার কুমিল্লা (উঃ) জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপিতে গ্রুপিং নয় ঐক্য, ঐক্যের কোন বিকল্প নেই নেই : হাজী জসিম উদ্দিন জসিম ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা – শোক, শ্রদ্ধা ও ইতিহাসের স্মরণ ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে-জাকারিয়া তাহের সুমন

মহাসড়কে হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করলে ক্লোজ করা হবে : পুলিশ সুপার

রুবেল মজুমদার :
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩০৯২ Time View

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনে গ্রামে ছুটে যাবে মানুষ। ঈদ যাত্রায় যানজটের কারণে মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সড়কপথে। দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামসহ অন্তত ১০ জেলার যানবাহন চলাচল করে মহাসড়কের কুমিল্লা অংশ দিয়ে। তবে গেল কয়েক দিনের তাপদাহকে উপেক্ষা করে ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা সূত্রমতে, মহাসড়কে দুর্ঘটনা ঘটলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে, অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রস্তুত রয়েছে বিশেষ কুইক রেসপন্স টিম। সড়ক জুড়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি কাজ করছে কমিউনিটি পুলিশ। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্নে হবে। এছাড়া যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রতিযোগীতাহীন গাড়ি চালানোর পাশাপাশি সড়ক পারাপারে পথচারীদের সচেতন থাকার পরামর্শ হাইওয়ে পুলিশের। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩১ কিলোমিটার সড়ককে ভোগান্তিমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যাগ।

কুমিল্লা রিজিয়নে হাইওয়ে পুলিশের তথ্যমতে, সেক্টর থাকবে ২টি ও সাব সেক্টর ২১টি, মোবাইল ডিউটি থাকবে ৩৪টি, পিকেট ডিউটি ১৫টি, কুইক রেসপন্স টিম মোটরসাইকেলযোগে থাকবে ১৫টি, পিকআপ যোগে ১৫টি, স্ট্রাইকিং রিজার্ভ ১টি, রেকার ডিউটি সরকারি ৫টি ও বেসরকারি ৬টিসহ সর্বমোট ১১টি, অ্যাম্বুলেন্স ডিউটি ২টি, কন্ট্রোলরুম ১টি, অস্থায়ী কন্ট্রোলরুম বা ওয়াচ টাওয়ার থাকবে ৩৫টি। এভাবে সকল পদের সর্বমোট ৬৮০ জন পুলিশ ও ৩৫০ জন কমিউনিটি পুলিশিং সদস্য সার্বক্ষণিক মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মহড়া দিবে।

একইসাথে জেলা পুলিশ মহাসড়কের পাশ্ববর্তী থানা এলাকায় যেখানে সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য সড়কজনপদের স্বেচ্ছাসেবীকর্মীরা কাজ করছেন।  যানজটমুক্ত, দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থার পাশাপাশি মহাসড়কে ডাকাতি ও ছিনতাইরোধে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা ব্যবস্থা।

প্রতিবেদককে পরিকল্পনার কথা জানান কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম। তিনি বলেন, মহাসড়কে কোথাও হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করলে,তা প্রমানিত হলে তাকে ক্লোজ করা হবে, কোনো প্রকার যানবাহন দাঁড় করে হয়রানি যাবে না। মহাসড়ক এলাকায় বাজার ও বাসষ্ট্যান্ড রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ তিনচাকার গাড়ি আটক হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার সুপারিশযোগ্য নয়, কুমিল্লা অংশে দাউকান্দিসহ একাধিক স্থানে সিসিক্যামারার মাধ্যমে সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কুমিল্লা অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোত কিছুটা যানজট রয়েছে। তবে এবার ঈদে নির্বিঘ্নে সকলে বাড়ি ঈদ উদযাপন করতে পারবে মানুষ। কোনো দুর্ঘটনাজনিত কারণে কিংবা টোলপ্লাজায় যদি যানবাহনের জটলা তৈরি হয়, সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানান ব্যবস্থা রাখা হয়েছে। আর টোলপ্লাজায় সাধারণ গাড়ির চাপ বাড়লেই যানজট তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com