কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফের ওপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।
হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর অবিলম্বে নিরস্ত্র-নিরীহ সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে মহান জাতীয় সংসদে সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।