কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আয়োজনে একটি আনন্দ মোটর শোভাযাত্রা বের করে যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু নেতৃত্বে। শোভাযাত্রাটি যুবলীগের অস্থায়ী কার্যালয় কড়িকান্দি হাসপাতাল গেইট থেকে দাউদকান্দি গোমতি ব্রীজ হয়ে পুনরায় হাসাপাতাল গেইটে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান,
তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণ, হোমনা উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, যুবলীগ নেতা জামাল হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ূন কবির কাজল, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, জিয়ারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন মেম্বার, জগতপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।