কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার ১৯নং ওয়ার্ডের রাজাপাড়ায় বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে প্রবাসীর স্ত্রী শামছুন্নাহার (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শামসুন্নাহারের প্রতিবেশী ও ঘনিষ্ঠ বান্ধবী পারভীন আক্তার জানান, সকালে এনজিও প্রতিষ্ঠান বীজ’র কর্মকর্তা এসে তার বাড়িতে তালা লাগিয়ে দেন। তিনি ভেতরে তালাবদ্ধ অবস্থায় অপমান সহ্য করতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল ৯টায় তার সঙ্গে আমার কথা হয়, আরেকটি এনজিও প্রতিষ্ঠান শক্তি থেকেও কিস্তি নিয়েছিলেন তিনি। শক্তির লোকজন কিস্তির টাকা পরিশোধ না করলে তার মেয়ের জামাইর বাড়িতে গিয়ে উঠবেন বলে চাপ দিয়েছিলেন। কিস্তির লোকজনের হুমকি-ধমকি ও মানসিক অত্যাচারে তার মৃত্যু হয়। জানা যায়, নিহত শামসুন্নাহার (৪০) কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের রাজাপাড়ায় প্রায় ৭-৮ বছর আগে দেড় গণ্ডা জায়গায় বিল্ডিং করে বসবাস করছেন। তার স্বামী কুয়েত প্রবাসী। নাম জানাতে অনিচ্ছুক একজন মহিলা জানান, সপ্তাহে ও মাসে কিস্তি পরিশোধ করার শর্তে মহিলা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কয়েকটি এনজিও হওয়ায় প্রতি মাসে তার কিস্তি আসতো অনেক টাকা। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রায় সময় লুকিয়ে থাকতেন।
ওইদিন এনজিও’র লোকজন তাকে তালা মেরে রেখেছিলেন। তিনি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে এনজিও প্রতিষ্ঠান কর্মকর্তাদের নাম্বারে বার বার কল করে মোবাইল বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। সদর দক্ষিণ মডেল থানার অফিসার (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া মুঠোফোনে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষ করে আমরা পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছি