লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ মোস্তফা কামাল ও তার দল শুক্রবার (৩১ মে) সকালে এক বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে, বারপাড়া গ্রামের কাছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি বোগদাদ বাসে (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৪-৮২৮৩) তল্লাশি চালিয়ে এই উদ্ধার কার্য সম্পন্ন হয়। ধৃত মাদককারবারীর নাম মোঃ সোহেল মিয়া, বয়স ৩৫। তার পিতা মোঃ মইদর মিয়া এবং মাতা পারুল বেগম। সাং টিক্কাচর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এর বাসিন্দা সোহেল মিয়ার ডান হাতে থাকা একটি বাজারের তরকারি ব্যাগ তল্লাশী করিয়া দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।