কুমিল্লা আদর্শ সদরের পাচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর মেম্বার বাড়ীর মৃত মোঃ মহররম আলীর স্ত্রী ও সাংবাদিক হাসান আবুলের মা, যিনি তার ধার্মিক জীবন ও ইসলামের দাওয়াতি কাজের জন্য সমাজে পরিচিত ছিলেন, তার ইন্তেকালের খবরে সমাজের সকল স্তরের মানুষ শোকাহত। মরহুমা ৯৬ বছর বয়সে শুভপুরের বাস ভবনে ইন্তেকাল করেন বৃহস্পতিবার (৬ জুন)। মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ এশা শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার জীবন ও কর্ম একটি আদর্শের প্রতিচ্ছবি হিসেবে তার সন্তান ও অনুসারীদের মাঝে অমর হয়ে থাকবে। মরহুমা তার জীবদ্দশায় নারীদের নামাজ ও রোজা পালনে উৎসাহিত করেছেন এবং তার ৭ ছেলে ব্যাবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক হিসেবে পরিচিত এবং ৪ মেয়ে মায়ের দেয়া শিক্ষায় শিক্ষিত। তার মৃত্যুতে সমাজের বহু মানুষ একজন আদর্শবান মানবতাবাদী নারীকে হারালেন।
মরহুমার জীবন ও কর্ম সমাজের জন্য একটি অনুপ্রেরণা এবং তার সন্তানদের সঠিক শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি স্থায়ী অবদান রেখে গেছেন। তার জানাজায় বিভিন্ন দল ও মতের মানুষের উপস্থিতি তার সমাজের প্রতি অবদানের প্রতিফলন।
এই সংবাদটি মরহুমার জীবন ও কর্মের উপর শেষ আলোকপাত হিসেবে প্রকাশিত হলো।