২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯শে মার্চ শুক্রবার বিকালে দেবিদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাড়িতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আলোচনা সভায় মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায়, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মাজেদা আহসান মুন্সির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বারের বিএনপি”র সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ সুলতান কবির, রাজামেহার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ খান, বনকুট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান-সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এ দেশের স্বাধীনতার ইতিহাস আমরা বুকে লালন করি। আজকে দেবিদ্বারে ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মী উপস্থিতি বলে দেয়। দেবিদ্বারে বিএনপি সুসংগঠিত। দেবিদ্বারের মত সারা দেশে বিএনপির সু-সংগঠিত হলে অনেক আগেই বর্তমান সরকারের পতন হয়ে যেত। তবে আগামীতে আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে ছাড়বো আমরা।