নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদরের বউ বাজার এলাকায় সেনা সদস্যদের অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনায় মো. সোহেল নামে এক যুবককে আটক করা হয়।
আটক সোহেলের বাড়ি কুমিল্লার কোটওয়ালী থানার ডুমুরিয়া চানপুর গ্রামে। তাকে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।
অভিযানে আধা কেজি গাঁজা এবং বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি উৎপাদিত লট–২০১৬ এর ৩ রাউন্ড ৭.৬২ মিমি বল অ্যামুনিশন (Calibre: 7.62×39) উদ্ধার করা হয়। গাঁজা পাওয়া যায় সোহেলের শ্বশুরবাড়ি থেকে এবং গোলাবারুদ উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি পরিত্যক্ত পানির পাম্পের কাছ থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পটির মালিক সিরাজ নামে এক ব্যক্তি, যিনি বর্তমানে অন্যত্র বসবাস করছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকারি গোলাবারুদ বিক্রির চেষ্টা চালাচ্ছিল একটি চক্র। এর আগে দেবিদ্বার থেকেও একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ থানা থেকে এ লটের গোলাবারুদ নিখোঁজ হয়েছে। জেলা পুলিশ কার্যালয় বিষয়টি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেবে।
আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গোলাবারুদ আনুষ্ঠানিক কাগজপত্রসহ কোতয়ালি মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।