একটি ছোট শহরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে বিয়ের আগে মেয়ে এবং হবু জামাইকে রেখে শাশুড়ি নিজেই পাত্রের সঙ্গে পালিয়েছেন! ঘটনাটি নিয়ে রীতিমতো এলাকায় ঢি ঢি পড়ে গিয়েছে।
পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল জোর কদমে। আত্মীয়স্বজনরা বাড়িতে এসে ভিড় জমাচ্ছিলেন। এরই মধ্যে পাত্রীর মা নগদ আড়াই লক্ষ টাকা এবং বিয়ের গয়নাগাটি নিয়ে নিরুদ্দেশ হন। শুধু তাই নয়, জানা যায় যে তিনি তার মেয়ের হবু স্বামীর সঙ্গেই পালিয়ে গিয়েছেন।
এই ঘটনাটি দুই পরিবারকেই গভীর অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। পাত্রীর পরিবারে তো রীতিমতো মাথায় হাত পড়েছে। এলাকাবাসীরা এ নিয়ে নানা রকম জল্পনা-কল্পনা শুরু করেছেন। কেউ কেউ বলছেন, এটি হয়তো আগে থেকেই পরিকল্পিত ছিল।
এই ঘটনা সামাজিক ও পারিবারিক সম্পর্কে যে বড় ধরনের প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। ঘটনা সম্পর্কে উভয় পরিবার এখনও কোনো মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে আরও তথ্য জানার জন্য তদন্ত চলছে।
দু’পক্ষের মতামত পেলে পরিচয় প্রকাশ করা হবে।