কুমিল্লা মহানগরীর ১৯ নং ওয়ার্ডের রাজাপাড়ায় একটি মাইক্রোফাইন্যান্স এনজিও বিভিন্ন পরিমাণের সঞ্চয় গ্রহণের মাধ্যমে বড় অঙ্কের ঋণের আশ্বাস দিয়ে গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছে। এই ঘটনায় গৃহকর্মী, রিকশাচালক এবং ব্যবসায়ীসহ দরিদ্র গ্রাহকরা প্রভাবিত হয়েছেন।
গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার আশায় গত সোমবার থেকে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ের আশেপাশে ভিড় করছেন। তারা অভিযোগ করেছেন যে, ঋণ দেয়ার দিন অফিসে গিয়ে কাউকে না পেয়ে এবং অফিসে তালা ঝুলতে দেখে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ভবনের মালিক ফউজি বেগম জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তা তার বাড়িতে এসে বাসা ভাড়া নেয় এবং কাগজপত্র দিয়ে ফাইনাল ডিট করার কথা বলে। তবে তিনি জানান যে, তারা এভাবে পালিয়ে যাবেন তা তিনি জানতেন না এবং তাদের কোনো ডকুমেন্ট তার কাছে নেই।
কুমিল্লা জেলা সমাজসেবা কর্মকর্তা এবং সদর দক্ষিণ মডেল থানার ওসি উভয়েই জানিয়েছেন যে, তারা এ বিষয়ে অবগত নন এবং এই নামে কোনো প্রতিষ্ঠান নেই। ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, থানায় এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে গ্রাহকরা অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।