কুমিল্লায় আবু মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার (২৬ মে) সদর দক্ষিন উপজেলার উনাইসার এলাকায় শাহ আব্দুল্লাহ কবুলিয়ত জামে মসজিদের সামনে নিহত আবু মিয়ার পরিবার ও এলাকাবাসী একটি মানববন্ধন আয়োজন করেন। তাদের দাবি, আবু মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
পাঁচ দিন আগে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে এখনো কোনো অপরাধী গ্রেফতার হয়নি। নিহতের ছেলে সায়মনের অভিযোগ অনুযায়ী, তার চাচা ইব্রাহিম খলিলের নেতৃত্বে আরো ৬/৭ জন সহযোগী মিলে তার বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় সায়মন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিন থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার পুলিশের দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের জন্য আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, এই মানববন্ধন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।