কুমিল্লার মুরাদনগরে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের চাচার পরিবারের উপর ভাতিজার হামলায় গর্ভবতী নারীসহ চারজন আহত হয়েছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামে সহিদুল্লা ভূইয়ার পরিবারের উপর এ হামলা করেন ভাতিজা রুবেল (৩০) ও তার সাঙ্গপাঙ্গরা। এ বিষয়ে সহিদুল্লা ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় অভিযাগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, জাড্ডা গ্রামের নাসির ভূঁইয়ার ছেলে রুবেল (৩০), শফিক ( ৩৫) ও আলমগীর মিয়ার ছেলে জমির হাসেন (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, সহিদুল্লা ভূইয়ার ভাতিজা রুবেলের বাবার সাথে দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরুদ্ধে চলে আসছিল। উক্ত বিরোধের বিষয়ে আদালতে মামলা চলমান থাকার পরও ৯ ফেব্রুয়ারী ভোরে রুবেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে চাচা সহিদুল্লাহ্ ও তার পরিবারের উপর অমানবিক হামলা চালায়। এসময় দা দিয়ে কুপিয়ে গরুর খামার ও ঘর দরজা ভাংচুর করে। এতে বাঁধা দিলে গর্ভবতী নারীসহ চারজনকে পিটিয়ে আহত করেন ও সন্ত্রাসী কায়দায় বাড়িঘর লুট করে মূল্যবান মালামাল নিয়া যায়।
সহিদু্ল্লার স্ত্রী লিপি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি ক্যান্সারের রোগী ওরা আমাকে ও আমার গর্ভবতী ছেলের বউকে রেহাই করেনি বেধড়ক ভাবে পিটিয়েছে। ঘরবাড়ি কুপিয়ে ভাঙচুর ও লুটতরাজ করেছে। এতেও ক্ষান্ত হয়নি গত শনিবার রাতে আমাদের পুকুরের মাছগুলা বিষ দিয়া মাইরা ফালাইছে।
অভিযুক্ত নাসির ভূঁইয়ার ছেলে রুবেল ও সফিক বলেন, আমরা সহিদুল্লা কাকার দেয়াল ভাঙছি। ইট দিয়া ঢিল মারার কারণে ওরা আহত হইছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, অভিযাগ পেয়েছি উভয় পক্ষকে থানায় ডাকা হয়ছে। সমাধান না হলে আইনি ব্যবস্হা নেওয়া হবে।