কুমিল্লা নগরীতে ভবন নির্মাণে চাঁদাদাবির অভিযোগে আবদুল হাসান চৌধুরী অপু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৪ মে) গভীর রাতে মোগলটুলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, অপু ও তার সঙ্গীরা নগরীর ৫ নম্বর ওয়ার্ডে নতুন বাড়ি নির্মাণ কিংবা সংস্কারকাজে চাঁদা দাবি করতেন। এ চাঁদাবাজ চক্রটি স্থানীয় জাতীয় পার্টির নেতা এয়ার আহমেদ সেলিমের ছেলে শাকিল আহমেদ রানার সঙ্গেও একই আচরণ করেছে। রানা জানান, চাঁদা না পেয়ে অপু ও তার সঙ্গীরা তাকে আক্রমণ করে আহত করেছে।
সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, অপুর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। অপু প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে এবং চাঁদাবাজি করে থাকেন। এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র সূচনা বলেন, অপু একজন চিহ্নিত চাঁদাবাজ এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, নগরীতে চাঁদাবাজি করার চেষ্টা করা কাউকেই ছাড় দেওয়া হবে না।
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, অপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৮-৯টি মামলা রয়েছে এবং তিনি জামিনে ছিলেন। তাকে চাঁদাবাজি ও হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।