কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল নির্মূলের লক্ষ্যে চালানো মোবাইল কোর্টের অভিযানে এক দালালকে তিন মাসের জেল দেওয়া হয়েছে। আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
গ্রেফতারকৃত দালাল রুহুল আমিন (৩৫), পিতা- মৃত বাদশা মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের ২য় মুরাদপুরের বাসিন্দা। তাকে হাসপাতালের জরুরি বিভাগের গাইনী ওয়ার্ডের সামনে ঘুরাঘুরি করতে দেখে আটক করা হয়।
জেলা প্রশাসক ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, হাসপাতালকে দালাল মুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। রোগীদের হয়রানি করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অপরাধে রুহুল আমিনকে এই সাজা দেওয়া হয়।
এর আগে গত শনিবার জুয়েল নামের আরেক দালালকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও দালালি করার অপরাধে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন, কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় চিহ্নিত দালালদের বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মু. মুশফিকুর রহমান হাসপাতালটি দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।