1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি ও নারী কেলেংকারির অভিযোগ - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মামলা করে বিপাকে সাংবাদিক! ১০ লাখ টাকা চাঁদা দাবি আসামিদের মুরাদনগরে আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব -সন্তানের স্বীকৃতির দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার ৮ পরিবহন, আহত ১৫ এসপি নিজেই ইয়াবা ব্যবসায় জড়িত! ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক ইন্তেকাল করেছেন

প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি ও নারী কেলেংকারির অভিযোগ

লাঙ্গলকোট প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৩১৮ Time View

কুমিল্লার লাকসাম উপজেলার ৮নং লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দূর্নীতিও নারী কেলেংকারির অভিযোগ পাওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি বিগত বিএনপির খালেদা জিয়ার প্রথম আমলে (১৯৯১-৯৬) বিএনপির একজন কর্মী হিসেবে হাইস্কুলের শিক্ষক হিসেবে যোগ দেন। দ্বিতীয় আমলে (২০০১-২০০৬) কারচুপিও দূর্নীতি করে ডেইলি স্টার নামক ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাথে নিজেকে পরিচয় দিলেও ভিতরে ভিতরে তিনি বিএনপির জন্য কাজ করেন বলেও একাধিক সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য ও একজন বাজারের ব্যবসায়ী জানান, মাহবুবুর রহমান রাজনৈতিক এবং এলাকার প্রভাব খাটিয়ে স্কুলের পরীক্ষার ফি,উপবৃত্তি, স্কুলের অবকাঠামোগত নির্মাণ বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা আর গড়ে তুলেছেন অবৈধ টাকার সাম্রাজ্য। নরপাটিতে তার রয়েছে বিলাসবহুল একটি বাড়ি ও জমি। বাড়িটির নির্মাণ খরচ কয়েক কোটি টাকা। মাঠে তার ক্রয়করা সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক কানি ( এককানিতে ২০ গন্ডা),লাকসামের প্রাণকেন্দ্রে রয়েছে তার সম্পত্তি। সমাজে নিজেকে সুশীল দাবি করলেও আপাদমস্তক একজন লম্পট হিসেবে সচেতন মহল চিনেও জানে।একাধিকবার নারী কেলেংকারিতে ধরা খেয়ে রাতের আধারে মোটা অংকের টাকা দিয়ে মীমাংসা করেন এ শিক্ষক নামধারী মাহবুব। জানা গেছে, তিনি স্কুলের মেধাবী শিক্ষকদের উপর প্রভাব খাটিয়ে ও ভয় দেখিয়ে কোনঠাসা করে রাখেন। তার উপর অর্পিত অভিযোগগুলো ধামাচাপা দিয়ে রাখেন তিনি। কেউ প্রতিবাদ করলেই তাকে সুকৌশলে চাকরিচ্যুত করেছেন বলে ও অভিযোগ রয়েছে। মাহবুবুর রহমানের অনেক অপকর্মের কথা বর্তমান কেরানী যেন জনসম্মুখে প্রকাশ না করেন তার জন্য বারবার কেরানীকে ম্যানেজ করার চেষ্টা করছেন। রাজনীতির ছত্রছায়ায় ম্যানেজিং কমিটিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে জিম্মি করে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ধামাচাপা দিয়ে আসছেন বলে ম্যানেজিং কমিটির এক সদস্য অভিযোগ করেন। ম্যানেজিং কমিটির কার্যকরী পরিষদ তার বিরুদ্ধে সাড়ে ছয়লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে। ম্যানেজিং কমিটির প্রতিবেদনের আলোকে মাহবুবুর রহমান হিসাব দিতে গড়িমসি করছেন। তিনি কালক্ষেপন করছেন পুরাতন কমিটির মেয়াদ আগামী দুই মাসে শেষ হলে নতুন কমিটি আসবে, আসলে তিনি বেঁেচ যাবেন। আওয়ামীলীগের একজন নেতা জানান- ‘মাহবুবুর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে আওয়ামীলীগ নেতা দাবি করে। অথচ সে একজন হাইব্রিড আওয়ামীলীগার। যখন যে দল ক্ষমতায় আসে,তখন তিনি সেই দলের বনে যান। তবে তিনি ভিতরে ভিতরে বিএনপির জন্য কাজ করেন বলেও জানান।’ এ বিষয়ে শিক্ষা অফিসের একজন কর্মকর্তা জানান, মাহবুবুর রহমানের প্রধান শিক্ষকের পদে নিয়োগটি ভূয়া প্রমাণিত হলে চাকরিচ্যুত হওয়াসহ বিশাল অংকের জরিমানা দেওয়া লাগতে পারে। ’এলাকাবাসীর দাবি-সঠিক তদন্ত করে এ শিক্ষকের কঠিন শাস্তিসহ বিচার দাবি করেন।
তবে মাহবুবুর রহমানের সাথে কথা বললে, তিনি জানান- এগুলো মিথ্যা, গুজব। আমি এগুলোর সাথে জড়িত নই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com