কুমিল্লার মুরাদনগর উপজেলা বর্তমানে এক অসহনীয় তাপপ্রবাহের শিকার। তীব্র রোদ ও তাপদাহে নাজুক হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজকর্ম। ডায়রিয়া সহ নানা রোগের প্রাদুর্ভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, যার ফলে ডাক্তাররা অত্যাবশ্যক না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। রাস্তায় লোক চলাচল কমে যাওয়ায় রিক্সা চালক মতিন মিয়া ও কৃষক লিটন মিয়া মতো কর্মজীবীরা বিপাকে পড়েছেন। অপরদিকে, সরবত বিক্রেতা কবির হোসেনের বিক্রি বাড়লেও রোদের তাপে মানুষের কম চলাচলের কারণে বিক্রির পরিমাণ আশানুরূপ নয়। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।